সিএনবিডি ডেস্কঃ পাবনার ঈশ্বরদী উপজেলার গ্রিন সিটি আবাসিক এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কাজ করা আরেক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে আজ সোমবার (১৩ জুন) জানিয়েছে পুলিশ। এ নিয়ে চলতি বছর পরমাণু কেন্দ্রের আট বিদেশি কর্মীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম ইভানভ আন্তন (৩৩)। সে প্রকল্পের রাশিয়ান ঠিকাদার রোসেম কোম্পানির কর্মচারী হিসেবে কাজ করছিলো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, উপজেলার সাহাপুরের নতুন হাটে বিদেশিদের আবাসন প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকার ২ নম্বর বিল্ডিংয়ের ১২ তলায় ১২৬ নম্বর কক্ষে থাকতেন ইভানভ আন্তন। রবিবার রাতে গ্রিন সিটির কাছে একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে ঘরে ফেরার পথে লিফটের সামনে অজ্ঞান হয়ে পড়েন ইভানভ। পরে রূপপুর প্রকল্পের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
তবে ধারণা করা হচ্ছে ইভানভ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন বলেও জানিয়েছেন অরবিন্দ সরকার।
উল্লেখ্য, চলতি বছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্লান্ট সাইটে ইভানভকে নিয়ে ৬ রাশিয়ান কর্মচারী, ১ জন বেলারুশিয়ান এবং ১ জন কাজাকিস্তানের নাগরিক মারা গেছেন।