স্পোর্টস ডেস্কঃ রোনালদো কোকাকোলা সরিয়ে সবাইকে পানি পান করতে বলায় নিমিষেই কোকাকোলার ক্ষতি হলো ৩৪ হাজার কোটি টাকার মত। কোমলপানীয়ের প্রতি অনীহার কারনে বলি হতে হলো কোকাকোলা কোম্পানিকে। তার হটাত করে বসা এই কান্ডে বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা। তাদের শেয়ারবাজারে নেমেছে এই বিশাল ধস। আর তাও মাত্র আধঘণ্টার ব্যবধানে।

গত সোমবার রাতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে কথা শুরুর আগেই টেবিল থেকে কোকাকোলার দুটি বোতল সরিয়ে পাশে রেখে দেন এবং পানির বোতল হাতে নিয়ে বলেন, কোক নয়, পানি খান। অথচ উয়েফা ও ইউরোর অন্যতম বড় স্পনসর এই প্রতিষ্ঠানটি। ফলে ঘটনার পর থেকেই বিতর্ক তুঙ্গে। আর শুধু কোমল পানীয়র বোতল সরিয়েই ক্ষান্ত হননি রোনালদো, তার পরিবর্তে রাখেন সাধারণ পানির বোতল।

অর্থনীতিভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, রোনালদোর ঐ বোতল সরানোর ভিডিও ভাইরাল হওয়ার পর কোকাকোলার প্রতিটি শেয়ারের মূল্য কমে হয়েছে ৫৫.২ ডলার। যার ফলে সামগ্রিকভাবে তাদের শেয়ারের দাম কমেঠেছ ১.৬ শতাংশ এবং মার্কেট ভ্যালু কমেছে ৪০০ কোটি ডলার।

তবে শুরুতে এই বিশাল ধস নামলেও, ধীরে ধীরে আবার বাড়ছে শেয়ারের দাম। এমনটাই দাবি এখন দাবি করছে কোকাকোলা কোম্পানি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *