মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ সারাদেশে এখন চলছে তৃতীয় দফার লকডাউন। আর এ লকডাউন বাস্তবায়নের জন্য সারা দেশের ন্যায় নীলফামারী জেলা পুলিশও বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে নীলফামারী জেলার ডোমার উপজেলার উত্তর চান্দখানা বোতলগঞ্জ বাজারের রাস্তায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য নীলফামারীর পুলিশের এমন উদ্দ্যেগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ০৫ মে  সকাল ১১ টার দিকে ডোমার থানা বিট নং(০২) দায়িত্বরত এস, আই, সালাম ও ফোর্সসহ ২নং কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা বাজারে রাস্তায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা ও চলমান লকডাউন’ কার্যকর করার জন্য চেকপোষ্ট বসিয়ে দায়িত্ব পালন করেন।

অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাদেরকে বুঝিয়ে বাসায় ফেরত পাঠানো হচ্ছে। আর যাদের জরুরী কাজ অর্থাৎ যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেয়া হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *