মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে সৌ‌দি এক প্রবাসীর উ‌দ্যো‌গে আল্লাহর ৯৯ না‌মের এক‌টি মিনার উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। বুধবার (১২ জানুয়া‌রি) দুপুর ১২ টায় জনকল্যান বহুমু‌খি উচ্চ‌বিদ্যালয় সংলগ্ন মসজিদের সাম‌নে আল্লাহর ৯৯ না‌মের মিনার উদ্বোধন ক‌রেন রায়পুর উপ‌জেলা চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ মামুনুর র‌শিদ।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন  ১০ নং ইউ‌নিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান স‌ফিউল আজম স‌ুমন চৌধু‌রি, ইউ‌পি সদস্য জামাল হো‌সেন, সাংবা‌দিক বৃন্দ ও এলাকাবাসী।
আল্লাহর ৯৯ না‌মের মিনার‌টির উ‌দ্যোক্তা সৌ‌দি প্রবাসী নোমান খান প্র‌তি‌বেদক‌কে জানান গত ক‌য়েক মাস আ‌গে নিজ উ‌দ্যো‌গে এলাকাবাসী এবং ক‌য়েকজন প্রবাসীর সহ‌যোগীতায় তি‌নি এই  কাজ‌টি সম্পন্ন ক‌রেন এবং আল্লাহর কা‌ছে শুক‌রিয়া আদায় ক‌রেন।
মিনার‌টির তিন পা‌শে তিন‌টি ভাষা বংলা, আর‌বি এবং ইং‌রে‌জি‌তে টাইলসের উপ‌রে আল্লাহর ৯৯ নাম স্থাপন করা হয়। ‌মিনার‌টি তৈরী কর‌তে প্রায় দেড় বছর সময় লে‌গে‌ছে এবং প্রায় দুই লক্ষ টাকা ব্যায় হ‌য়ে‌ছে। মিনার‌টির উচ্চতা ৩৬ ফুট যার তিন পা‌শে তিন ভাষা বাংলা, ইং‌রে‌জি এবং আর‌বি‌তে সাদা টাইল‌সের উপর আল্লাহর ৯৯ নাম স্থা‌পিত হ‌য়ে‌ছে।