মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে মর্মা‌ন্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাই‌কেল চালক নিহত হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে সোমবার (৭ মার্চ) আনুমা‌নিক সকাল ১০ টায়। নিহতের নাম আবদুর র‌হিম (৩৫), ৩ নং চর‌মোহনা ইউ‌নিয়‌ন ৪ নং ওয়ার্ড মা‌লের বা‌ড়ির বা‌সিন্দা ব‌লে জানা যায়।
সূ‌ত্রে জানা যায়, নিহক আবদুর র‌হিম সকা‌লে তার ভা‌তি‌জি‌কে কাজী ফারু‌কি স্কুল এন্ড ক‌লে‌জে মোটরসাই‌কে‌লে পৌঁ‌ছে দি‌তে বা‌ড়ি থে‌কে বের হন। প‌থিম‌ধ্যে বাসাবা‌ড়ি নামক স্থা‌নে আস‌লে খুলনাগামী দিদার নামকে এক‌টি যা‌ত্রিবা‌হি বাস মোটরসাই‌কেল‌কে ধাক্কা‌ দি‌লে ঘটনাস্থ‌লে মোটরসাই‌কেল চালক আবদুর র‌হিম নিহত হয় ব‌লে প্রত্যক্ষদ‌র্শী সূ‌ত্রে জানা যায়।
অপর‌দি‌কে  নিহ‌তের ভা‌তি‌জি না‌বিদা সুলতানা (১৪) আহত অবস্থায় রায়পুর স্বাস্থকম‌প্লে‌ক্সে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।