মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক অ‌টো রিক্সা চাল‌কের করুন মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল মঙ্গলবার (১৭ মে) আনুমা‌নিক রাত ৯ টায় রায়পুর উপ‌জেলা‌ধীন সরদার বা‌ড়ি নামক স্টেশ‌নে সড়ক দুর্ঘটনা‌টি ঘ‌টে।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহক অ‌টো‌রিক্সা চাল‌কের নাম মোঃ হেলাল হো‌সেন। তি‌নি অ‌টো‌রিক্সায় ক‌রে মালামাল নি‌য়ে রায়পু‌রে আসার জন্য রওনা দেন। প‌থিম‌ধ্যে সর্দার স্টেশন নামক স্থা‌নে দ্রুতগামী এক‌টি পিকআপভ্যান হেলালের অ‌টো‌রিক্সাটি‌কে চাপা দি‌য়ে দ্রুত গ‌তি‌তে পা‌লিয়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে অ‌টো‌রিক্সা চালক মোঃ হেলা‌লের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত মো. হেলাল হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের কালাজী পাটোয়ারী বাড়ির আবদুল কাদেরের ছেলে এবং তিনটি ছেলে সন্তানের জনক বলে জানা যায়।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং পালিয়ে যাওয়া পিকাপের খোঁজে সন্ধান চলছে।