লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। মঙ্গলবার সকালে ওই উপজেলার দিঘলটারী সীমান্ত থেকে স্বর্ণসহ একজনকে আটক করেন বিজিবি।

আটক ব্যক্তির নাম আজিজার রহমান। তার বাড়ি ওই উপজেলা দুর্গাপুর গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় টহল দিতে থাকে বিজিবি’র একটি দল। এ সময় আজিজার রহমান তার শরীরে স্বর্ণ বেঁধে ভারতে পাচারের চেষ্টা করেন। এ সময় বিজিবি’র সদস্যরা তাকে আটক করে তল্লাসী করেন। এতে তার কাছ থেকে ৪৫ টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন ৫ কেজি ২ শত ৪৮ গ্রাম। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের হয়েছে।