সবসময়ই  কারিনা কাপুর খান নানা লুকে ঝড় তুলেছেন তাঁর ভক্তদের মনে। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট সব সময়ই থাকে নেটিজেনদের চর্চায়। সাম্প্রতিক সাইফ-ঘরনি লাল জাম্পস্যুটে ফোটোশুট করে আবার নজর কেড়েছেন সকলের। তাঁর হট বস লেডির লুকের ছবি গুলি তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে সঙ্গে। আর ক্যাপশন লিখেছেন ‘ফিলিং হট’। (ছবি: ইনস্টাগ্রাম)

এছাড়া, কারিনা কাপুর খান বেগুনি রঙের প্যান্টসুটে নজর কাড়ছেন নেট দুনিয়ায়। কালো লেসের ব্র্যালেট সঙ্গে স্যুট সব মিলিয়ে লাস্যময়ী কারিনা। (ছবি: ইনস্টাগ্রাম)

কালো লেসের ব্র্যালেটের সঙ্গে স্যুট পরে হট লুকেও দেখা গেছে সাইফ ঘরনি লাস্যময়ী কারিনা কাপুরকে।