স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৪র্থ তম দিনে আশির ঘরে থেকে লাঞ্চে গেলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে লিড নেওয়ার পথে রয়েছে বাংলাদেশ। আজ বুধবার (১৮ মে) সকাল থেকে ধীরগতিতে ব্যাটিং করেছে টাইগার দুই ব্যাটসম্যান। যার ফলে প্রথম সেশনে লিড নেওয়া হয়নি টাইগারদের।
তবে বাংলাদেশ লঙ্কানদের থেকে আর মাত্র ১২ রানে পিছিয়ে আছে। লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৮৫ রান। মুশফিক মাইলফলক স্পর্শ করে অপরাজিত আছেন ৮৫ রানে। অন্যদিকে লিটনের সংগ্রহ ৮৮ রান। এই দুই ব্যাটসম্যান গড়েছেন ১৬৫ রানের জুটি।
উল্লেখ্য, চট্টগ্রামে আজ সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৩০ মিনিট বিলম্ব হয়। খেলা শুরু হওয়ার পর সব আকর্ষণ ছিল মুশফিকের দিকে। কারণ, মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের চেয়ে মাত্র ১৫ রান দূরে ছিলেন।
আর আজকের এই সেশনে বাংলাদেশ ২৭ ওভারে রান তুলেছে ৬৭ রান। যদিও কোনো উইকেট হারায়নি তারা।