মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ মাসুদ রানা যোগদান করেছেন।

গত ২৮ অক্টোবর লোহাগাড়ার এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা  পদায়ন পাওয়ার পর সততা, দক্ষতা ও সুনামের সাথে  ২০১৮ সাল হতে চট্টগ্রাম জেলার  (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ মাসুদ রানার পঞ্চগড় এলাকায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

লোহাগাড়ার নবাগত এসিল্যান্ড মোঃ মাসুদ রানা জানান, লোহাগাড়ার এসিল্যান্ড হিসেবে আজকে দায়িত্বভার গ্রহন করেছি।  ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এজন্য তিনি সকল জনপ্রতিনিধি,সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *