লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ ধাপে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হবে। আগামীকাল ২২ মার্চ বুধবার সারাদেশে ৩য় পর্যায়ে বাকি গৃহ ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর সংক্রান্ত উদ্বোধন উপলক্ষে লোহাগাড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ। প্রেস ব্রিফিং জানানো হয় এই ধাপে লোহাগাড়ায় ৩৮৪ পরিবার পাবে ঘর।
প্রেস ব্রিফিং- এ উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মোসলেহ উদ্দিনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা।