লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (শুক্রবার) সকালে বড়হাতিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালায়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম রশিদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি এ.কে.এম সিরাজুল হক,লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব,লোহাগাড়া উপজেলা আ’লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুসহ উপজেলা আ’লীগের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।