নূর মোহাম্মদ সম্রাট, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ১০ শতাংশ জমির রোপণকৃত ইউকালেক্টর গাছের চারা কর্তন করেছে।

উপজেলার কালের পাড়া ইউনিয়নের নিত্তিপোতা (শিয়ালী দক্ষিণপাড়া) গ্রামের মৃতঃ আফজাল হোসেন ছেলে মোঃ আনোয়ার হোসেন জানান,আমার পূর্বের বসত বাড়ির ১০ শতাংশ ভিটায় গত ৫ মাস পূর্বে ৫০টি ইউকালেক্টর গাছের চারা রোপন করি।

বর্তমানে পুরাতন বসত বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে নতুন বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছি।

পুরাতন বসতবাড়ির পার্শ্ববর্তী মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল জলিল মাস্টার, মেয়ে মোছা: ফেন্সি খাতুন, মৃত হাবিববর রহমানের ছেলে মোঃ ইয়াসিন,ও আবু তালেব এর স্ত্রী মধু রানী, পূর্ব শত্রুতার জের ধরে গত ১০ নভেম্বর রাতের অন্ধকারে আমার ১০ শতাংশ জমির ৫০ টি ইউকালেক্টর গাছের চারার মধ্যে ৩০টি গাছের চারা কর্তন করে ক্ষতি সাধন করে।

এ বিষয়ে বিবাদী মোঃ আব্দুল জলিল মাস্টার জানান আমরা তার রোপনকৃত ইউকালেক্টর গাছের চারা কর্তন করি নাই বাদী আমাদেরকে মিথ্যা ভাবে দোষারোপ করছেন। আর যে সম্পত্তির দাবি করছে ওই সম্পত্তির মালিক আমরা নিজেরাই।

রিপোর্ট লেখা কালীন থানায় ও কোটে মামলা দায়ের হয় নাই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বাদী মোঃ আনোয়ার হোসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *