তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথগ্রহণ করেছেন। সোমবার (৩রা ডিসেম্বর) সকালে সিলেট বিভাগীয় কার্যালয়ে তাদেরকে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ সময় মেয়র পদে শপথ গ্ৰহন করেন মহসিন মিয়া, সাধারণ কাউন্সিলর পদে মো, আলকাছ মিয়া, আবুল কালাম আজাদ, মো. হানিফ চৌধুরী, জাহাঙ্গীর আলম সোহাগ, মো. মসুদুর রহমান মাসুদ, কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, মো. ছাদ উদ্দিন, চয়ন কুমার রায়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তানিয়া আক্তার, রোকেয়া পারভিন, শারমিন জাহান।
প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ইভিএম এর মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ তার আনুষ্ঠানিকভাবে শপথ গ্ৰহনের মাধ্যমে পৌরসভা সহ ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩জন শপথবাক্য পাঠে অংশ নেন।