স্পোর্টস ডেস্ক/S.H:

স্পেনের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়লো জিনেদিন জিদান। দীর্ঘ ২০ বছরের সম্পর্ক জিদান ও রিয়ালের। জিদানের পর রিয়াল হাল ধরার জন্য আবারও ফিরে আসলেন কার্লো আনচেলত্তি।

জিদানের দায়িত্ব ছাড়ার পর অনেকের নাম উঠে এসেছিল রিয়াল মাদ্রিদের কোচের পদের জন্য। শেষ পর্যন্ত দায়িত্ব নিলেন আনচেলত্তি। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্ব পালন করে আনচেলোত্তি। ২০১৪ সালে রিয়াল দশম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল তার তত্বাবধানে। তবে বড় কোনো শিরোপা না জিতায় বিদায় নিতে হয় আনচেলত্তিকে। এবার ইংলিশ ক্লাব এভার্টনের দায়িত্ব ছেড়ে তিন বছরের জন্য রিয়ালের সাথে চুক্তি বদ্ধ হন তিনি। ২০১৯ সালের রিয়ালের অবস্থা যখন নড়বড়ে তখন খাদের কিনার থেকে ক্লাবকে বাঁচাতে আবারও ফিরে আসে জিদান৷ তবে বেশি দিন সে দায়িত্ব পালন করল না ফরাসি কিংবদন্তি। ভালোবাসার ক্লাব রিয়াল মাদ্রিদকে ছেড়ে আবার অন্য পথে হাঁটলেন জিদান। মূলত প্রতিশ্রুতি পাওয়ার পরও নিজের পছন্দের খেলোয়াড়দের পায়নি জিদান। এই মৌসুমে শিরোপা শূন্য ছিল রিয়াল। শুধু মাত্র বেনজেমার ওপর ভর দিয়ে চলছিল স্পেনের অন্যতম শক্ত দলটি। তাই রিয়ালের হাল ছাড়তে বাধ্য হয় জিদান। রিয়ালের ইতিহাসে সব চেয়ে সফল কোচ ছিলেন জিনেদিন জিদান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *