লাইফস্টাইল ডেস্কঃ শীতের বিকেলে চায়ের সঙ্গী হিসেবে তৈরি করতে পারেন মজাদার পটেটো ব্রেড পাকোড়া। কি ভাবছেন? অনেক ঝামেলা! একদমি না। শীতের বিকেলের নাস্তায় ঝটপট সুস্বাদু কিছু চাইলে অনায়েসেই বাসায় তৈরি করতে পারবেন পটেটো ব্রেড পাকোড়া। এটি তৈরি করতে সময় লাগে অনেক কম, খেতেও ভীষণ মজার।

চলুন তবে জেনে নেয়া যাক মজাদার ব্রেড পটেটো পাকোড়া তৈরির রেসিপিটি-

উপকরণ যা যা লাগবে-

পাউরুটি চার থেকে ছয় পিচ, সিদ্ধ আলু তিনটি, বেসন এক কাপ, পেঁয়াজ কুঁচি দুইটি, ধনিয়া পাতা কুঁচি দুই টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি দুইটি, টমেটো কেচাপ দুই থেকে তিন টেবিল চামচ, লালমরিচ গুঁড়া স্বাদ মতো, কাঁচা আমের গুঁড়া ১/৪ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, তেল ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন-

একটি পাত্রে বেসন, লালমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও বেকিং সোডা একসঙ্গে আগে শুকনো অবস্থায় মিশিয়ে তারপর পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিন। মিক্সচার-টি যাতে খুব ঘন বা খুব পাতলা না হয়।

এবার আর একটি পাত্রে সিদ্ধ আলু নিয়ে ভালোভাবে চটকে নিন। এর মধ্যে এবার পেঁয়াজ কুঁচি, কাঁচা আমের গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, ধনিয়া পাতা কুঁচি ও লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিন।

একটি পাউরুটি নিয়ে তার উপর টমেটো কেচাপ ছড়িয়ে দিন। এবার এর উপর আলুর মিক্সচার থেকে কিছু পরিমাণ নিয়ে পাউরুটির পুরো গায়ে সমান ভাবে ছড়িয়ে দিন। এবার তার উপর আর একটি রুটির স্লাইস দিয়ে দিন। এখন একে আড়াআড়ি ভাবে স্যান্ডউইচ আকারে কেটে নিন। এরপর তেল গরম করে তাতে পাউরুটির টুকরোগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিন। অল্প আঁচে হালকা সোনালী রঙ না হওয়া পর্যন্ত দুই পাশ ভালোভাবে ভেজে নিন।

এবার এক এক করে সবগুলো একটি পাত্রে নামিয়ে রাখুন। টমেটো বা চিলি সস দিয়ে চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন ব্রেড পটেটো পাকোড়া।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *