মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাতা ইসমাইল ও তার বন্ধ নূরু মিয়াকে ডাকাত বলে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচা ও প্রতিবেশী এক মাদক কারবারির বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হয়েছেন জামাতার আরও এক বন্ধু। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের চারদিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে এখনো মামলা না হওয়ায় সাধারণ মানুষদের মঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিহত দুই যুবকের পরিবারের দাবি, তারা ডাকাত নয়, পরিকল্পিতভাবে তাদের গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা।

পিটুনিতে নিহতরা হলেন, উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে (জামাতা) নুরু মিয়া (২৮) ও তার বন্ধু একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৭)। অপর আহত বন্ধু শাহজাহান (২৮) সদর দক্ষিণ থানার বাগমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, গত শুক্রবার রাতে বোড়ারচর গ্রামে ডাকাতি করতে এসে ৩ জন পালাসুতা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছে- এমন খবর এলাকার মাইকে ঘোষণা করা হয়। পরে আশপাশের কয়েক গ্রামের সহস্রাধিক লোক জড়ো হয়ে ডাকাত সন্দেহে নাবু মিয়ার ঘর থেকে তার মেয়ের স্বামীসহ দুই বন্ধুকে ঘর থেকে ধরে এনে গণপিটুনি দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।