তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের কাপড়ের দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প সংলগ্ন হকার্স মার্কেটের সামনে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আর্থিক সহায়তায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, শ্রীমঙ্গল থানা ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রের বরাতে জানা গেছে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দু্র্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪৪ জন ব্যবসায়ীর মাঝে ৫ হাজার করে ২ লক্ষ ২০ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক জন ট্রাক মালিককে ৭ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২৭ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য; গত বছরের ৩০ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হকার্স মার্কেটে ৪৪টি কাপড়ের দোকান অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।