তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, আজ রোববার (৭ নভেম্বর) ভোররাতে  শ্রীমঙ্গল মাইজদিহি পাহাড়ি এলাকায় টহলকালে র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। তারপর র‍্যাবের পক্ষ থেকেও পালটা গুলি ছোঁড়া হয়। এসময় র‍্যাবের ৩ সদস্য আহত হন।

র‍্যাব জানায়, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‍্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, দায়িত্বরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি শ্রীমঙ্গল থানার ভেতরে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে।তোফায়েল এবং শহিদ যারা কমলগঞ্জের চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যার পলাতক আসামিদের অন্যতম হত্যাকারী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *