তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে সমাজকল্যাণ মন্ত্রনালয় এর অর্ন্তগত জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে ৬ শত ১৬ জন চা-শ্রমিকদের মাঝে পাঁচ হাজার টাকা করে এককালীন ৩০ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন (মৌলভীবাজার- ৪) শ্রীমঙ্গল- কমলগঞ্জ সংসদীয় আসনের সাংসদ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, এতে উপস্থাপনা করেন আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠান শেষে চা শ্রমিকদের মিষ্টি মুখ করান আব্দুস শহিদ এমপি ও উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।