তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদদাতা: চায়ের রাজধানী বা চায়ের দেশ নামে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে প্রথম ‘জাতীয় চা দিবস’। এ সময় দেশে আবিষ্কৃত ২৩ জাত চায়ের , চা ফ্লেভারের বিস্কুট, সাবান ও মাস্ক প্রদর্শন করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত চা দিবসের প্রতিপাদ্য হলো- ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’।
গতকাল সকালে শ্রীমঙ্গলের বিটিআরআই চা গবেষণা কেন্দ্রে চা বোর্ডের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল যোগাযোগ মাধ্যমে যোগ দেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক চা বিজ্ঞানী ড. মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে  বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট রেঞ্জের চেয়ারম্যান গোলাম মো. শিবলী, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মো. শহিদুল হক।
চা সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশে আজ চায়ের প্রায় পৌনে ২শ’ বছরের ইতিহাস।এ পর্যন্ত দেশে ২১টি উচ্চফলনশীল জাতের ক্লোন অবমুক্ত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *