তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: বহু আলোচনা সমালোচনা মুখোমুখি হয়ে অপেক্ষার ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণের মাধ্যমে পৌর মেয়র। এই নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা মার্কা) প্রতিক নিয়ে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ও দ্বারিকা পাল মহিলা কলেজের সৈয়দ মনসুরুল হক।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে আমার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক ভাই (জাহাঙ্গীর কবির নানক) ও দপ্তর সম্পাদক বিপ্লব দা (বিপ্লব বড়ুয়া) কথা হয়েছে। তারা সৈয়দ মনসুরুল হককে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শ্রীমঙ্গল আওয়ামী লীগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে শ্রীমঙ্গল থেকে ৩ জনের নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়।

সৈয়দ মনসুরুল হক ছাড়াও অন্য দু’জন হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান এবং সদ্য বিএনপি থেকে সরকারি দলে আসা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কদর আলী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *