তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার মিলিপ্লাজার ব্যবসায়ী মোঃ সুলেমান মিয়া সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সম্প্রতি পুবালী ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার একটি একাউন্ট থেকে ভুল বসত ১০ লক্ষ টাকা সুলেমানের একাউন্টে জমা হয়ে যায়। ব্যাংক থেকে টাকা জমা হওয়ার মেসেজ মোবাইলে আসলে সুলেমান স্ব-প্রনোদিত হয়ে প্রবাসী ভাই সহ আত্মীয় স্বজনের নিকট ফোন করে জানতে চান কেউ তার একাউন্টে টাকা পাঠিয়েছেন কিনা।

এক পর্যায়ে ব্যবসায়ী সুলেমান মিয়া নিশ্চিত হন যে এই দশ লক্ষ টাকা তার বা আত্মীয় স্বজন কারো নয়। উপায়ন্ত না দেখে তিনি পুবালি ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার সাহেব এর সাথে দেখা করে এই টাকা তার নয় বলে জানালে ম্যানেজার পুবালি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার সাথে যোগাযোগ করেন এবং নিশ্চিত হন যে ভুল বসত টাকা চলে এসেছে।

ব্যাংক ম্যানেজার এর সহযোগিতায় প্রকৃত মালিক কে খুঁজে মঙ্গলবার ( ১২ অক্টোবর) কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে নগদ দশ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

সুলেমানের এই সততা সর্ব মহলে প্রসংশিত হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *