মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেপ্তারের ঘটনায় নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মঙ্গলবার বিকাল চার ঘটিকায় নীলফামারীর চেীরঙ্গীরমোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশ নেয় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মো. তহমিন হক ববি,  মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

ইশরাত জাহান পল্লবীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. আতিয়ার রহমান বাড্ডা, নীলচোখ পত্রিকার প্রকাশক মো. মোস্তাফিজার রহমান সবুজ, আরটিভির জেলা প্রতিনিধি মো. হাসান রাব্বি প্রধান,  দেশটিভির জেলা প্রতিনিধি মো.আব্দুল বারী, খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি নুর আলম, গনকন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, সাংবাদিক নুরে আলম বাবু,  সুবাশ চন্দ্র রায়, মাহামুদুল আল হাসান রাফিন, ইব্রাহিম সুজন, রাজিয়া সুলতানা, সোহাগ ইসলাম, রনি ইসলামসহ নীলফামারী  প্রথম আলোর বন্ধুসভার সভাপতি/সাধারণ সম্পাদক ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, করোনাক্রান্তিতে মানুষ বেঁচে থাকার জন্য যেখানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বাস্থ্যখাতের রাঘব-বোয়ালরা দূর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তিসহ তাঁর ওপর নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *