তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৩জুন) রাত ৮ ঘটিকার দিকে মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলা জুড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা দেন। সাথে জাকিরের স্ত্রী পিতা-মাতাও ছিলেন। জুড়ী বাজারে কাছে তাকে বহন করা গাড়ী আসা মাত্রই একদল যুবক গাড়িতে হামলা করে। ছি ভাবতেই ঘৃণা লাগছে বাড়ি থেকে ঢাকা যাচ্ছি আমার সাথে আমার বাবা-মা আছেন। আমার কোন শত্রুর বাবা-মার সামনেও যেন এরকম কিছু না ঘটে। এটাই কি তাহলে রাজনীতি।

এদিকে জাকিরের গাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশে ছাত্রলীগের নেতা কর্মীরা এ ঘটনার তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানিয়য়ে হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

এসএম জাকির হোসাইন তার নিজের ফেসবুক আইডিতে হামলার বিষয়টি উল্লেখ করে লিখেন এবং এর জন্য ছিঃ দেয়া ছাড়া কোন রকম বাক্য ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে না।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *