মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত সিএনজিসহ ধাওয়া করে হাতেনাতে চোর চক্রের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীমঙ্গল শহরের নতুনবাজার এলাকার আলু বাজার থেকে একটি সিএনজি ( মৌলভীবাজার -থ ১৩ ২৫৭১) চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের  আউশকান্দি এলাকায় উত পেতে  থেকে ধাওয়া করে সিএনজিটি উদ্ধার করে এবং একজনকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার নাম  ইব্রাহিম আহম্মদ সুজন মিয়া (২২) পিতা-বাবুল মিয়া, গ্রাম নন্দনপুর, ইউপি লামাতাশি,থানা বাহুবল,হবিগঞ্জ জেলা।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন “আমাদের পুলিশের একটি টিম সংবাদ পাওয়ার পর ধাওয়া করে সিএনজিসহ চোরকে আটক করতে সক্ষম হই। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পাদন করে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *