মোঃ আমিন আহমেদ, সিলেটঃ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি তিন দিনের সফরে সিলেট আসছেন। আজ শনিবার (১৯ জুন) বিকাল ৩টায় বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এদিন সিলেট সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন তিনি।

তিনি রবিবার (২০ জুন) মুজিব শতবর্ষ উপলক্ষে গোয়াইনঘাটে গৃহহীন মাঝে জমির দলিল হস্তান্তর ও ঘর প্রদান অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাসভবন, উপজেলা আনসার ভিডিপি ব্যারাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবন, আমার বাড়ি আমার খামারের উপজেলা কার্যালয়ের ঊর্ধ্বেমূখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। চা-শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় এককালীন অনুদান, অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবেন।

গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ওইদিন কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে উপস্থিতি হয়ে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত মুজিব কেল্লা ও জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত ভবন পরিদর্শন ও প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করবেন।

২১ জুন (সোমবার) সকলে জৈন্তাপুর উপজেলা পরিষদের উপস্থিত হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (তৃতীয় পর্যায়ে) প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি।

জৈন্তাপুর উপজেলা পরিষদে মিলনায়তনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন অনুদান ও শতভাগ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ইমরান আহমদ ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করবেন।

গোয়াইনঘাট উপজেলার উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

এছাড়া গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল এবং গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *