মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা এলাকা থানা পুলিশের অভিযানে নারী-পুরুষ সহ ৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা সাকিনের রবিদাস বাড়ীর কানাই রবিদাসের বাড়ীতে থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে এক অভিযান মাধ্যমে অবৈধ চোলাই মদ বিক্রয় কালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ সুরমার পুরাতন রেলষ্টেশন রোড এর বাসিন্ধা কানাই রবিদাসের স্ত্রী মিনা রাণী দাস (৩৬) ও মৃত বিদেশী রবিদাসের ছেলে সোনাই রবিদাস (৩৫)।
আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা,নং-২৯,তারিখ-২৭/০২/০২১খ্
এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক অপরাধীদের কোন ছাড় নেই।