তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর থানার অভিযানে এক দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার আটক হয়েছে। মঙ্গলবার (২২জুন) রাতে আথানকিরী নামক স্থানে গোপন তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ও কুখ্যাত অপরাধী ডাকাত হান্নান মিয়া (৫৩) কে আটক করে সদর থানা পুলিশ।

জানা যায়, আথানকীরি গ্রামের সাবল মিয়া ওরফে ছোরাব উল্লার ছেলে হান্নান মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অপরাধী হান্নান সিলের বিভাগীয় ডাকাতি,চুরি বিভিন্ন অপকর্মের সাথে জরিত। হান্নান র্দীঘ দিন থেকে এসব অপকর্মের সাথে জরিত। ঈদকে সামনে রেখে ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। হান্নানের নামে সিলেট সহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা আছে।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর থানা ইনচার্জ ইয়াসিনুল হকের সঙ্গে যোগাযোগ করলে হান্নানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তার বাকি সঙ্গীদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, ঈদকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় সাদা পোষাকে ২টি টিম জেলা জুড়ে চুরি, ডাকাটি রোধ কল্পে কাজ করে যাচ্ছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *