সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের মাননীয় সাংসদ সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর সুযোগ্য সন্তান তরিকত ফেডারেশনের যুগ্নমহাসচিব গত ৩০শে মার্চ দমদমা এলাকা পরিদর্শন এবং এলাকার মুরুব্বী ও যুব সমাজের সাথে মত বিনিময় করেন। মত বিনিময়কালে এলাকাবাসী এলাকার অবহেলিত মাহালদার বাড়ী সড়ক (দমদমা কবরস্তান থেকে পশ্চিমের খালের স্লুইস গেইট পর্যন্ত) উন্নয়নের জন্য অনুরোধ জানালে তিনি তাৎক্ষনিক ব্যাবস্থা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীকে দিক নির্দেশনা প্রধান করেন।
মত বিনিময়কালে উপস্থিত ছিলেন এলাকার মুরুব্বী জাফর উল্লাহ খান, আহমদ গনী বাবুল, সরোয়ার উদ্দীন, রহিম বাদশা, ডিজিটাল বাংলা নিউজের এডিটর ইন চীফ ইঞ্জিঃ হাবিবুর রহমান, কাজী সেলিম উদ্দীন, লেলাং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, হাসান খান, রোসাংগিরি ইউপি মেম্বার আব্দুল হালিম সুজন, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক মিরাজুল ইসলাম, লায়লা কবির কলেজ ছাত্রলীগ নেতা মহসিন চৌধুরী, নবাব, রাফী সহ আরও অনেকে।