প্রবাসী ডেস্কঃ সৌদি আরবে কিছু টাকার জন্য ২৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসীকে পাকিস্তানি ঘাতকরা খুন করেছে বলে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার।
গত রবিবার সৌদি আরবে আলকাসীম বোরাইদা নামক স্থানে কুমিল্লা চান্দিনার মোঃ বশির আহম্মেদকে নির্মম ভাবে গলাকেটে হত্যা করেছে পাকিস্তানি ঘাতকের ওই দল। স্থানীয় পুলিশ মঙ্গলবার বশির আহমেদ হত্যার অভিযোগে দুই পাকিস্তানি এবং একজন বাংলাদেশিকে আটক করেছে। ঘাতক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে হত্যার কথা স্বীকার করেছে। বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলায় বশিরের বাড়িতে গিয়ে যুবকের মৃত্যুতে আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষদের ভিড় দেখা গেছে।
মোঃ বশির আহম্মেদের পরিবার জানায়, বশির প্রায় ৫ বছর আগে উন্নত জীবনযাপনের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছিলেন। তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরি পেয়েছিলেন এবং একটি ক্যাম্পে তার সহকর্মীদের সাথে থাকতেন। গত রবিবার বশিরের পরিচিত কয়েকজন তাকে কোভিড -১৯ টিকা দেওয়ার ভান করে নির্জন জায়গায় নিয়ে যায় এবং গলা কেটে হত্যা করে। ক্যাম্পের অন্যরা পরদিন সোমবার বশিরকে খুঁজে না পেয়ে পুলিশের সাথে যোগাযোগ করে এবং পরে পুলিশ দুই পাকিস্তানি ও একজন বাংলাদেশিকে আটক করে।
এই মর্মান্তিক হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা। তারা সৌদি আরবের শরীয়া আইন অনুযায়ী খুনিদের উপযুক্ত শাস্তির প্রত্যাশা করছে।