হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্কাউটসের জনক রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৬ তম জন্মদিন (বিপি দিবস) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২২ ফেব্রুয়ারি পালন করেছে উপজেলা স্কাউটস শাখা।

এ উপলক্ষে এদিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, উপজেলা কাব-স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক মনিরুজ্জামান মনি, যুগ্ন সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা খাতুন, কাব লিডার প্রধান শিক্ষক রহিমা খাতুন, কাব-স্কাউটস লিডার সহকারি শিক্ষক মনতাজ আলী (প্রমুখ) ৷

প্রসঙ্গত: স্কাউটের জনক রবার্ট ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন।এছাড়াও তিনি ইংরেজ সামরিক কর্মকর্তা ছিলেন। তাঁর পূর্ণ নাম রবার্ট স্টিভেন্সন স্মিথ ব্যাডেন পাওয়েল (Robert Stephenson Smyth Baden-Powell)। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ম্যাফেকিংয়ের যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং বালকদেরকে নিয়ে ১৯০৭ সালে স্কাঊট আন্দোলন বা বয় স্কাউট হিসেবে আত্নপ্রকাশ করন।