‌মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার পা‌লেরহাট বাজার সড়‌কে ট্রা‌কচাপায় দুই বোন নিহত হে‌য়ে‌ছে। নিহ‌তের প‌রিবা‌রে চল‌ছে শো‌কের মাতম। নিহত দুইজন স্কুল ছাত্রী ব‌লে জানান প‌রিবা‌রের লোকজন।

ঘটানা‌টি ঘ‌টে শ‌নিবার (১৩ ন‌ভেম্বর) আনুমা‌নিক  সকাল ১০ টায়। নিহত‌দের একজনের নাম সান‌জিদা আক্তার এবং আ‌রেকজ‌নের নাম ফাহ‌মিদা আক্তার। সান‌জিদা মধ্য কে‌রোয়া গ্রা‌মের আ‌রিফুর রহমা‌নের মে‌য়ে এবং ফাহ‌মিদা আলম‌গীর হো‌সে‌নের মে‌য়ে।

সান‌জিদা লক্ষ্মীপুর বা‌লিকা উচ্চ‌বিদ্যাল‌য়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং ফাহ‌মিদা ঢাকার সেগুনবা‌গিচা গার্লস হাইস্কু‌লের  এসএস‌চি পরীক্ষার্থী। নিহত দুইজন মামা‌তো-ফুফা‌তো বোন ব‌লে জানা যায়।

আ‌রিফুর রহমান লক্ষ্মীপুর থে‌কে মোটরসাই‌কে‌লে সান‌জিদা এবং ফাহ‌মিদা‌কে নি‌য়ে কে‌রোয়া নিজ বা‌ড়ি আসার প‌থে পা‌লেরহাট বাজার নামক স্থা‌নে আস‌লে মোটরসাই‌কে‌লের পেছন থে‌কে দুইজন প‌ড়ে যায়, রামগঞ্জ থে‌কে আগত দ্রুতগামী ট্রাক দুজন‌কে চাপা দি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক ট্রাক এবং চালক‌কে আটক ক‌রে পু‌‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *