ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর( মিলবাজার) গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি মোসলেমউদ্দিন ও তার ভাইদের বসতবাড়ির জমি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ জুন বুধবার সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।

বাদী মোসলেম উদ্দিন ও তার ভাই মোকলেসুর রহমানের লিখিত আবেদনে জানা যায়, তাদের পিতা আব্দুল আজিজ ১৯৬৫ সালে ১০০৭৪ দলিলমূলে এস,এ রেকর্ডিয় মালিক পুলিন বিহারী দাসের নিকট থেকে ১৩ শতক জমি ক্রয় করে তাতে বসতবাড়ি বানিয়ে সপরিবারে বাস করতে থাকেন। আব্দুল আজিজের মৃত্যুর পর তার তিন ছেলে ঐ জমিতে বাড়ি করে সপরিবারে বাস করতে থাকেন। ইতোমধ্যে তাদের নামে দখল পর্চাও হয়। এরপর মোসলেমউদ্দিন ও তার ভাইরা ঐ জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট নামজারি খারিজের আবেদন করেন।

কিন্তু ইতোমধ্যে একই গ্রামের মৃত সফির হোসেনের ছেলে মিজানুর রহমান মোসলেমউদ্দিন ও তার ভাইদের উক্ত জমি ভুয়া দলিল বলে তার দাবি করে নিজ নামে নামজারি খারিজের আবেদন করেন। এর প্রেক্ষিতে মোসলেমউদ্দিন ও তার ভাই মোকলেসুর বিবাদী মিজানুর রহমানের ঐ আবেদন স্থগিত করার আবেদন করেন।

এ ব্যাপারে ইউএনও আব্দুল করিম বলেন, প্রতিবন্ধী মোসলেমউদ্দিনকে আমি চিনি, তার আবেদন আমি সহানুভূতির সাথে বিবেচনা করছি। আগামি ১ জুলাই এ বিষয়টির উপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *