বিনোদন ডেস্ক /S.H:

 

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান তার সুদর্শন ব্যক্তিত্ব ও নিপুণ অভিনয়ের জন্য বিখ্যাত। শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ-ভারতের মত দেশেও রয়েছে পাকিস্তানি এই অভিনেতার ভক্ত। ফাওয়াদ কাজ করেছেন একাধিক বলিউড সিনেমাতেও। এবার সুদর্শন এই অভিনেতা পাড়ি জমাছেন হলিউডে।

ফাওয়াদ খান তার ক্যারিয়ার শুরু করেন পাকিস্তানি সিরিজ দিয়ে। তবে মানুষের নজরে আসে “হামসফর” ও “দাস্তান”- এর মত টিভি সিরিয়াল দিয়ে। এর পরপরই ডাক পায় বলিউডে সোনম কাপুরের বিপরীতে অভিনয়ের। এরপর আরও দু’টি বলিউড সিনেমায় অভিনয়ের সু্যোগ পায় ফাওয়াদ। এবার ডাক আসে হলিউড থেকে। হলিউডের নামকরা প্রযোজনা সংস্থা ডিজনি প্লাসের টিভি ধারাবাহিক “মিজ মার্ভেল”-এ অভিনয়ের ডাক আসে ফাওয়াদের জন্য। এই বিষয়ে টুইটও করেন বিবিসি এশিয়ান জ্যেষ্ঠ সাংবাদিক হারুন রশিদ। যদি মার্ভেল সংস্থা এখনও বিষয়টি নিশ্চিত করেনি। তবে ফাওয়াদের হলিউড অভিষেকের খবরে খুশি ফাওয়াদ ভক্তরা। অন্যদিকে “মিজ মার্ভেল” কমিকসের প্রথম মুসলিম সুপারহিরো “কমলা খান” চরিত্রে অভিনয় করছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ইমাম ভেলানি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *