হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইরিন পারভীন বেবির (৪১) জানাযা নামাজ হাজারো মুসল্লির উপস্থিতে সোমবার ৪ জুন সকাল ১১ টায় তার নিজ গ্রাম উত্তর সন্ধ্যারই জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

শিক্ষক বেবি প্রায় এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার ৩ জুন বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর সন্ধ্যারই গ্রামের প্রধান শিক্ষক বাবর আলীর স্ত্রী। মৃত্যুর পর তিনি স্বামীসহ দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ গভির শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দাফন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।