তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের মনু নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাহিন মিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব সম্পাশি এলাকার সংলগ্ন নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মাহিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বদরুল মিয়ার সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহিন তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছে। গত রোজ শনিবার থেকে হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে রোববার তার লাশ মনু নদে ভেসে ওঠে। তখন স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক এর সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদককে জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত তথ্য জানা যাবে।