তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশবনে অগ্নিকাণ্ডে প্রায় আড়াই একর বনভূমি পুড়ে গেছে। আগুনে বনের সরু সড়কের পাশের বাঁশবাগানসহ গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে ছাই হয়ে গেছে। গেলো সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বন বিটের গহীন বনে এ ঘটনা ঘটে।

হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া একজন পর্যটক প্রথমে ফেসবুকে এ তথ্য জানান। তার তথ্যমতে, হামহাম জলপ্রপাত যাওয়া-আসার পথে বনের প্রচুর জায়গাজুড়ে আগুন লেগেছে। আগুনের ব্যাপক উত্তাপ থাকায় রাস্তা দিয়ে আসা-যাওয়া করাও দায় হয়ে পড়েছে।

স্থানীয় কুরমা বন বিট কর্মকর্তা বিপস্নব হোসেন বলেন, জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশবাগানে আগুন লাগার খবর খবর পেয়ে বনকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, হামহাম জলপ্রপাতে এ পথ দিয়ে যাওয়া-আসার সময় কোনো পর্যটকের ফেলে যাওয়া সিগারেটের আগুন থেকে লাগতে পারে।

এর আগে সম্প্রতি মাধবকুন্ড জলপ্রপাতের পাতারিয়া বনে অগ্নিকান্ডের ঘটনায় বনের প্রায় ৪০ হেক্টর এলাকার বৃক্ষরাজি ও শত শত বন্যপশু পুড়ে যায়। এই বনে লাগাতার প্রায় ৮ দিন ধরে আগুন জ্বলতে থাকায় দেশের পর্যটন শিল্প মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। অজগর সাপ, চশমাপরা হনুমান, মায়া হরিণ, কচ্ছপ, বনরুই, সজারুসহ বিভিন্ন সরীসৃপ প্রজাতির আবাস্থল এবং বিরল কীটপতঙ্গ ও বেশ কিছু প্রজাতির বৃক্ষের পরিসমাপ্তি ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা খোদ বন বিভাগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন। এছাড়াও সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন বিভাগের ছাত্র ডরমিটরি লেকের উত্তর-পশ্চিম ও হিড বাংলাদেশের পশ্চিমে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় বনাঞ্চলের বহু ক্ষয়ক্ষতি হয়। এদিকে গেল ২০২১ সালের এপ্রিল মাসে লাউয়াছড়ায় পৃথক অগ্নিকান্ডে তিন একর জায়গা পুড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা ও একাধিক পর্যটক জানান, লাউয়াছড়া, হামহাম ও মাধবকুন্ডের পাতারিয়া বনে পৃথক আগুনের ঘটনা সাধারণ বিষয় নয়। বাংলাদেশের এ সবুজ বনাঞ্চল ধ্বংস করে পর্যটকশূন্য করতে কেউ কাজ করছে ও বৃক্ষরাজি লুট করছে। তারা জানান, বনের প্রতি হেক্টরে সর্বনিম্ন ২০ লাখ টাকার বৃক্ষ পুড়েছে এমনটা যদি ধরা হয়, তাহলে পাতারিয়ার ৪০ হেক্টর, লাউয়াছড়ার ৩ হেক্টর ও হামহামের ৩ হেক্টরসহ মোট ৪৬ হেক্টর বনে ৯ কোটি ২০ লাখ টাকার বৃক্ষ পুড়েছে।