মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি চার চালা ঘর, নগদ  টাকা,স্বর্ণালংকার, ফার্নিচার সহ মালামাল পুড়ে ছাই হয়েগেছে এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাঁও  গ্রামের( রন্দুরবাড়ি) আবদুল হাকিম ও জহিরুল ইসলামের  বাড়িতে  এ ঘটনা ঘটে। কিন্ত যোগাযোগের রাস্তা ভালো না থাকায় হোমনা ফায়ার সার্ভিসের  টিম  ঘটনাস্থলে পৌছতে পারেনি। গ্রামের লোকজন দুইঘন্টা  চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, তবে আগুন লাগার কারণ সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়,  গতকাল রাতে প্রতিদিনের মত সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে। ভোর অনুমান ৬ টার দিকে হঠাৎ আগুনের ফুলকিতে বাড়ী আলোকিত হয়ে উঠলে  পরিবারের লোকজনের চিৎকারে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনে এর আগেই ২টি চার চালা টিনের ঘর, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ ড্রাম চাউল,৩০ মন মরিচ,২ মন তিল সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়ে যায়।

এদিকে এলাকাবাসী জানায়,  সাথে সাথে হোমনার ফায়ার সার্ভিসে খবর দিলেও  ঘটনাস্থলে  ফায়ার সাভির্সের কোন গাড়ী পৌঁছেনি।

 এ বিষয়ে হোমনা  ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ওসমান গনি জানান, হোমনার ফায়ার সার্ভিসের  কোন ছোট গাড়ি নেই। বড় গাড়ি গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়া যায় না। আজ খবর পেয়ে ঘটনাস্থলে  যাওয়ার জন্য রওয়ানা হলেও রাস্তা না থাকায়  ঘটনাস্থলে পৌঁছাতে পারি নাই। তবে আমি পায়ে হেটে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ওসি মো. আবুল কায়েস আকন্দ’ ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া সহ  ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা মেম্বার সহ হোমনা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *