মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা, প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় গলায় ফাঁস দিয়ে উপজেলা তথ্যকেন্দ্রের “তথ্যআপা” প্রকল্পের আউট সোর্সিং এর অফিস সহায়ক (এমএলএসএস) মো.মাইন উদ্দিন ওরফে টিটন (৩৫) আত্মহত্যা করেছেন।

রবিবার দুপুরে তার ভাড়া বাসায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার হরিপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে ।

নিহত মাইনুদ্দিনের পারিবারিক সূত্রে জানাগেছে,মাইন উদ্দিন টিটন স্বপরিবারে হোমনা সদরের বড় কান্দায় এক ভাড়া বাসায় স্বপরিবারে  থাকতেন। আজ রবিবার দুপুরে বাসায় খাবার খেতে এসে  তাঁর ঘরে গিয়ে সবার অগোচরে  রশি দিয়ে ফাঁস দেন। পরে লোকজন পুলিশে খবর দিলে হোমনা থানার এসআই শামীম আহম্মেদ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, মাইন উদ্দিন ওরফে টিটনের স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে এক ছেলে ও এক মেয়ের জনক। ঘটনার সময় তাঁর স্ত্রী ও সন্তানরা  মায়ের সাথে স্কুলে ছিলেন। কি কারণে মাইনউদ্দিন টিটন আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *