বিনোদন ডেস্ক/ S.H:

টুইটারে চলছে হ্যাশট্যাগ ১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকা। বলিউড- হলিউড পাশাপাশি রয়েছে কোরিয়ান, চায়নিজ অভিনেতারা। কিন্তু এই তালিকায় শীর্ষে অবস্থান করছে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

গত এক বছরের বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি সুশান্তের প্রতি মানুষের ভালবাসা। তাকে নিয়ে প্রায় দেখা যায় ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট। অনেক ভক্ত করেছেন বলিউডকে বয়কট আবার অনেকে করেছেন সালমান খান, করন যোহর, একতা কাপুরের মত প্রডাকশনকে বয়কট। মৃত্যুর এক বছর পরেও মহেন্দ সিং ধোনি সিনেমা খ্যাত এই অভিনেতা টুইটারে হ্যাশট্যাগ ১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকা শীর্ষে অবস্থান করছেন। প্রতি বছরই অনলাইনে এই প্রতিযোগিতা হয়ে থাকে সেখানে ভক্তরা নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের ভোট দিয়ে থাকে। বিশ্বের সব প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় কোটি কোটি মানুষ অংশ গ্রহণ করে থাকে। যেখানে ঠাই পায়নি বলিউডের খান বা কাপুরেরা মত তারকারা আর সেখানেই শীর্ষে প্রয়াত এই অভিনেতা।
অনেক টুইটার ইউজার লিখেছেন “সুশান্ত ছিলেন বলিউডের সবচেয়ে সুদর্শন পুরুষ ও একজন ভাল মানুষ।” আবার কেউ লিখেছেন “সুশান্ত সিং রাজপুতের মত কেউ ছিলনা আর না হতে পারবে।”
কিছুদিন আগে গুনি এই অভিনেতার নাম ২০২১ অস্কারে ওয়েবসাইটের ‘ইন মেমোরিয়াম’ গ্যালারিতে প্রদর্শিত হয়েছিল।
আর এবার ১০০ সুদর্শন পুরুষ ২০২১ তালিকায়। তাইতে বলে ” লেজেন্ডস নেভার ডাই।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *