আগামী ১১ মার্চ থেকে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। আন্তর্জাতিক এ সম্মেলনে ১২ থেকে ১৫টি দেশের মন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বৃহৎ কোম্পানির প্রতিনিধিরাও অংশ নেবেন।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে এফবিসিসিআইতে ৪১২টি পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে ৮৭টি চেম্বার, নারী উদ্যোক্তা সংক্রান্ত ১৮টি চেম্বার এবং ২০টি দ্বিপক্ষীয় চেম্বার রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠনের সংখ্যাও বেড়েছে। ২০০৮ সালে আমাদের অর্থনীতি ছিল ৯০ বিলিয়ন ডলার, যা আজ ৪৭০ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। দেশের অর্থনৈতিক এই অগ্রযাত্রাকে আরও তরান্বিত করতে আগামী ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছি।

তিনি আরো বলেন, সামিটে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, বাধা এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতিনির্ধারকদের নিয়ে তিনটি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা প্রভৃতি আয়োজিত হবে। বিজনেস সামিটের পাশাপাশি বেস্ট অব বাংলাদেশ এক্সপোর আয়োজন করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনাময় খাতগুলো এ প্রদর্শনীতে তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত খাবার, চামড়া, সিরামিক, পাটসহ বিভিন্ন সেক্টর।