সিএনবিডি ডেস্কঃ কোন ভাবেই বন্ধ হচ্ছে না মা ইলিশ শিকার। জেল জরিমানা ও সাহায্য সহযোগিতার পরেও কোন লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছেন জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করছেন জেলেরা।

গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ১৩টি অভিযান ও দুটি মোবাইল কোর্টের মাধ্যমে পদ্মায় অভিযান চালিয়ে ২ লাখ ৯২ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩৩ কেজি মা ইলিশসহ ৪২ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন। ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *