শিক্ষা ডেস্কঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের জন্য ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন।

জানা গেছে, নির্ধারিত লিংকে  http://ntrca.teletalk.com.bd/result/  প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হয়েছে।

এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন,  বুধবার রাতে ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাস সংক্রমণ রোধে উভয় পরীক্ষাই স্থগিত করা হয়েছিলো। পরে ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।