স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানোডেতে ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ইতোমধ্যে বিপাকে পড়েছে স্বাগতিকরা। ৮ ওভারে ২৮ রানের মাথায় ৫ খুইয়ে বসেছে বাংলাদেশ দল।

ফজল হক ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন দাস ক্যাচ দিয়েছেন ১ রান করে উইকেট রক্ষক রহমানউল্লাহ গুরবাজের হাতে। এক বল পরেই তামিম ইকবালও ফিরলেন সাজঘরে। তামিমকে ফিরতে হলো ৮ বলে ৮ রান করে। পঞ্চম ওভারে আবারও ফারুকির আঘাত, এবার মুশফিকুর রহিমকে ৩ রানে ফেরান এলবিডব্লু করে। এরপর ইয়াসির আলী ৫ বল খেলে শুন্য রানে সাজঘরে ফিরেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারের মাথায় মুজিবর সাকিবকে বিদায় করেন। সাকিব ১৫ বলে ১০ রান করেন। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান ৫ উইকেটের বিনিময়ে।

এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে মিয়মিত উইকেট হারালেও ৮৪ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়াও রহমত শাহ ৩৪, হাশমতউল্লাহ শাহীদি ২৮ ও মোহাম্মদ নবি ২০ রান করেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান