তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ টু সরইবাড়ী রোড টু বনগাঁও টু রাসটিলা উত্তর বালিগাঁও রাস্তা ২৬ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে ৩৫০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মো.আব্দুস শহীদ এমপি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কমলগঞ্জ উপজেলার বাস্তবায়নে গেল বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কমলগঞ্জ সদর ইউপি পরিষদ কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সদর ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আওয়ামীলীগ নেতা সুরাব মিয়া, আশিদ আলী, বদরুল আলম জেনার প্রমুখ।
এর আগে আব্দুস শহীদ এমপি বালিগাঁও গ্রামে মণিপুরি মহিলাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া মনোযোগ সহকারে শুনেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *