তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোজ বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার পানিদার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন বড়লেখা উপজেলার সদর ইউপি ডিমাই গ্রামের আব্দুস সালামের ছেলে কামাল আহমদ (২৫), আব্দুস সবুরের ছেলে জাহিদ আহমদ (১৯) ও মৃত নূর উদ্দিনের ছেলে মিজানুর রহমান (১৯)।

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার পানিদার এলাকায় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি কামাল আহমদ, জাহিদ আহমদ ও মিজানুর রহমানকে আটক ও অটোরিকশা জব্দ করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় আসামী ৩ জন র্দীঘদিন হতে মাদককারবারে সাথে জরিত এবং বিভিন্ন সময়,বিভিন্ন কৌশলে মাদক কারবার করে আসছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্তা গ্রহন করা শেষে আজ বৃহস্পতিবার (১৭জুন) মহামান্য আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *