শিক্ষা ডেস্কঃ দেশের শিশুদের বেশিরভাগই অপুষ্টিতে ভোগে। ফলে তাদের শারীরিক গঠনের সঙ্গে ব্যাহত হচ্ছে মেধাবিকাশও। এর সমাধানে এবার প্রতিটি স্কুলে পুষ্টিকর খাবার দেবে সরকার। যার শুরুটা হচ্ছে দুধ বিতরণের মাধ্যমে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, শুরুতে ৫০টি স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে ২৫০ মিলিলিটার করে দুধ সরবরাহ করা হবে। এ বছরের ডিসেম্বরের মধ্যেই আরও ৩০০ স্কুলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আমরা মনে করি, এটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, স্কুলের বাচ্চারা যদি দুধ খেতে পারে তাহলে তার শারীরিক পুষ্টির চাহিদা মিটবে। মেধার বিকাশ হবে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মানে বেড়ে উঠতে হয়, সেই বেড়ে ওঠা সহায়ক হবে। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। যেখানে লেখাপড়া করে ২ কোটি শিক্ষার্থী। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যতকে আরও মেধাবি করতে সরকারি স্কুলগুলোয় শুধু দুধ-ই নয়, ধারাবাহিকভাবে ডিমসহ নানা পুষ্টিকর খাবার বিতরণ করবে সরকার।