চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র‌্যাব-১৫। শনিবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- একই ইউনিয়নের উনচিপ্রাং এলাকার আব্দুল হাবিবের ছেলে মো. তারেক, আক্তার কামাল মো. শাহ জাহান এবং আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন।

আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

র‍্যাব সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের জনৈক আব্দুল হাবিবের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩ যুবককে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া তাদের অপর দুই সহযোগী পালিয়ে যান। আটককৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মডেল হস্তান্তর করা হয়েছে।