মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বাংগরায় ৮ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বাংগরা বাজার থানা পুলিশ।

আটককৃত আসামি সাদ্দাম হোসেন (২৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বড়মোড়া পশ্চিমপাড়া (মোল্লা বাড়ি) আবুল হোসেনের ছেলে।

কুমিল্লা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই মোহাম্মদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ৪নং পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের জানঘর সাকিনে জানঘর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর উপর থেকে একটি নীল ও হলুদ রংয়ের পিক-আপ গাড়িটি তল্লাশি করিয়া বর্ণিত পিকআপ গাড়ীর চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৮ (আট) কেজি (মাদকদ্রব্য) গাঁজা এবং একটি নীল ও হলুদ রংয়ের পিক-আপ গাড়ি উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মূখে জব্দ তালিকা মূলে জব্দ করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরী বলেছেন, আটককৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।